আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য উদ্ধুদ্ধ করে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে স্থানীয় বিএনপি নেতা দিদারুল আলম সিকদারের নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সিকদার, সাধারণ সম্পাদক মনজুরুল আলম, যুবদল নেতা সোহেল সিকদার, নজরুল, আবু তাহের, জসিম উদ্দিন, আরমান।
লিফলেট বিতরনকালে বিএনপি নেতা দিদারুল আলম বলেন, অবৈধ সরকার নির্বাচনের নামে তামাশা করছে। এই অবৈধ নির্বাচন মানি না। এই ভোট প্রতিহত করতে হবে। ভোটারদের কেন্দ্রে না যেতে তিনি নিষেধ করেন। যে কোন মূল্যে ভোট বর্জন ও প্রতিহত করার আহবান জানান৷