1. bikashjanakantha@gmail.com : bikashjanakantha@gmail.com :
  2. admin@patiyapratidin.com : patiyaprate :
November 3, 2024, 2:25 am

পটিয়ায় ঈগলের মামলায় নৌকার ৫ নেতা জামিনে মুক্ত

আকবর উদ্দীন খান
  • প্রকাশ সময় : Wednesday, January 3, 2024
  • 462 Time View

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর মামলায় জামিন পেয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটন (৫২), যুবলীগ নেতা মঈন উদ্দিন মনির (৪৮), মাহমুদুল হাসান মিছবাহ (২৫), নাফিস ইকবাল (২২) ও সাদমান বিন আসাদ (১৮)।

২ জানুয়ারি মঙ্গলবার সকালে চট্টগ্রাম-৩ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে তারা জামিন পেয়ে রাতে কারাগার থেকে বের হয়েছেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব বাদী হয়ে পটিয়া থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা ও গাড়িভাংচুরের অভিযোগ করেন। এ ঘটনায় উপজেলা আ’লীগের সদস্য লিটন বড়ুয়াসহ ৫ জনকে আটক করা হয়।

জামিনে মুক্ত হওয়ার পর নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, যুবলীগ নেতা জমির উদ্দীন।

এই সংবর্ধনা সভায় কারামুক্ত আওয়ামী সদস্য প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটন বলেন, সামশুল হক চৌধুরী নৌকার বিরুদ্ধে রীতিমতো মামলা, হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা এবং নানা ঘটনা সাজিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপবাদ দিয়ে আসছেন। তিনি আরো বলেন, আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্যালেটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং নৌকার বিজয়ী না হওয়া পর্যন্ত যত ষড়যন্ত্র হক যত রক্ত চক্র রাঙানো হক আমরা নির্বাচনী মাঠ থেকে সরে যাবো না।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV