ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, পটিয়ার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের কমিটি গুলোকে ঢেলে সাজানো হবে। যারা দলের পদ পদবী নিয়ে নৌকার বিপক্ষে কাজ করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, পটিয়ার হারানো ঐতিহ্য ও ইতিহাস ফিরিয়ে আনতে হবে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ায় যে বিজয় হয়েছে তা পরিবর্তনের বিজয়। নির্বাচনের পুর্বে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পু্রন করার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর আদর্শে যারা পটিয়াতে নৌকার পক্ষে কাজ করছেন এতদিন তারা কোণঠাসা ছিলেন। এখন আর কোনঠাসা হতে হবে না। তাছাড়া যে সমস্ত এলাকায় ইচ্ছাকৃত আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এ ধরনের কাজ আর করার সুযোগ থাকবে না এবং ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে জানান তিনি। একসময় বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি জমি কমে গেছে কিন্তু তারপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে আমরা দেশকে দারিদ্রমুক্ত করবো সেই লক্ষ্য নির্ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার (২০ জানুয়ারি) পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরবর্তী অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান।
উপস্থিত ছিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নাছির, সহ সভাপতি আইয়ুব আলী,যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী,যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক,সদস্য রাশেদ মনোয়ার,সদস্য মোজাহেরুল আলম চৌধুরী,সাবেক সদস্য সেলিম নবী,সদস্য নাছির উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ,পৌর মেয়র আইয়ুব বাবুল,উপদেষ্টা সামশুদ্দিন আহমদ,একেএম আবদুল মতিন চৌধুরী,চৌধুরী মাহবুবুর রহমান, কাজী আবু তৈয়ব,মেয়র আইয়ুব বাবুল,কেন্দ্রীয় উপকমিটির সদস্য সত্যজিত দাশ রুপু, চেয়ারম্যান আবুল কাশেম,চেয়ারম্যান মো: সেলিম,চেয়ারম্যান এহসানুল হক,চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু,চেয়ারম্যান মো. বখতিয়ার,চেয়ারম্যান জসিম উদ্দিন,চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,চেয়ারম্যান বিএম জসিম, মো: ছৈয়দ চেয়ারম্যান, আলমগীর আলম,ডিএম জমির উদ্দিন, কাইন্সিলর গোফরান রানা,কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম এ রহিম,কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আ ন ম সেলিম,পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী প্রমূখ।