ডেস্ক রিপোর্ট: পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা এমএ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় ১০০০ পরিবারকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার ৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরন করেন।
ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাগর কান্তি দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রবোধ রায় চন্দন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের মেম্বররা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরনকালে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের কথা ভেবে পটিয়াতে এমএ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
গ্রামগঞ্জে শীতবস্ত্রহীন মানুষগুলো বড় কষ্ট করে অতিবাহিত করে শীতার্ত প্রহর। শীত গরীবের কাছে অত্যন্ত দুর্ভোগ ও বিড়ম্বনার। ঠাণ্ডায় প্রাণহানিও শীতকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের নতুন মাত্রা যোগ করেছে শৈত্যপ্রবাহ। শীতের আগমন যেন গরিবের জন্য অভিশাপ। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এসব মানুষের বেঁচে থাকার সংগ্রাম। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের জন্য শীত মানে ভয়াবহ দুঃসংবাদ। কনকনে ঠাণ্ডার মধ্যে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শ্রমিকরা। সারাদেশে এবার জাঁকিয়ে শীত পড়েছে। এবার কিন্তু দেশ জুড়ে শীতের প্রকোপ একটু বেশি বলা যেতে পারে।