ডেস্ক রিপোর্ট: নেশার জগত থেকে যুব সমাজকে খেলার মাঠ মুখি করার উদ্যোগ প্রশংসনীয়। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপস্থিত সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দেবে, অনুপ্রাণিত করবে। এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি’র কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে আশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী উপরোক্ত কথা বলেন।
আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাফুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী ,হাজী আরিফুর রহমান শাহ,মোঃ জসিম উদ্দিন,আলমগীর চৌধুরী, কামাল উদ্দিন,আনিসুর রহমান চৌধুরী প্রমূখ।