1. bikashjanakantha@gmail.com : bikashjanakantha@gmail.com :
  2. admin@patiyapratidin.com : patiyaprate :
April 28, 2024, 4:03 pm

রমজান আমাদের সংযমের শিক্ষা দেয় – দিদারুল আলম

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, March 17, 2024
  • 153 Time View

ডেস্ক রিপোর্ট :
পবিত্র রমজান আমাদের সংযমের শিক্ষা দেয় । রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদের দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। সামাজিক দায়বদ্ধতা থেকে আমার বাবার স্মৃতি ধরে রাখতে এম এ খালেক ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সংগঠনটি গরীব অথচ মেধাবী শিক্ষার্থী,অসুস্থ রোগী, অস্বচ্ছল পরিবারের পাশে দাড়ানো সহ মানবকল্যাণে কাজ করবে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে চাচা খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কালে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার এসব মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, সাবেক ছাত্রনেতা ব্যাংকার রবিউল হোসেন খোকন, যুবলীগ নেতা শাহরিয়ার শাহজাহান প্রমূখ।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV