1. bikashjanakantha@gmail.com : bikashjanakantha@gmail.com :
  2. admin@patiyapratidin.com : patiyaprate :
November 3, 2024, 4:22 am

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, থানা জিডি

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, July 7, 2024
  • 205 Time View

ডেস্কঃ চট্টগ্রামে শিমুল বড়ুয়া নামের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ জুলাই নগরীর নন্দনকানন এলাকায় অজ্ঞাতনামা ৪জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা করে। এসময় তাকে চড়থাপ্পড়, কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ব্যবসায়ী শিমুল বড়ুয়া বাদী হয়ে গত ৬ জুলাই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। ডাইরি নং-৭০৯।

জানা গেছে, ব্যবসায়ী শিমুল বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক। নগরীর রহমতগঞ্জ এলাকার একটি ফ্লাইট বাসায় থাকেন। অফিসের কাজ শেষ করে ফেরার পথে গত ৪ জুলাই অজ্ঞাতনামা ব্যক্তিরা অতর্কিতভাবে হামলা করে রক্তাক্ত জখম করেছেন বলে ব্যবসায়ীর অভিযোগ। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন। নিরাপত্তার জন্য থানায় জিডি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়দুল হক জানান, অতর্কিতভাবে হামলার ঘটনায় থানায় একটি অজ্ঞাত হামকারীদের বিরুদ্ধে জিডি করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV