ডেস্ক রিপোর্ট :চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, আমদের উচিত দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা।
পটিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আইন শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় সংখ্যালঘু হিন্দু,বৌদ্ধ ও খ্রীস্টানদের ধর্মীয় উপসনালয় সহ সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীদের আহবান জানান।
তিনি শনিবার (১০ আগস্ট) বিকেলে আওয়ামীলীগ সরকারের পতন ও অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার পরবর্তী করনীয় নির্ধারন বিষয় শীর্ষক পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ,পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা এবং পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপি নেতা এনামুল হক এনাম এ কথা বলেন।
পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী,রেজাউল করিম নেছার, একেএম জসীম, মঈনুল আলম ছোটন, শফিকুুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, আবুল বশর সওদাগর, হারুনুর রশীদ চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফয়েজ, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, তৌহিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি হাজী আবদুল মন্নান তালুকদার, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবছার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত, সদস্য সচিব আবু নোমান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, মোহাম্মদ শাহাদাত, রেজাউল করিম মিজান প্রমুখ।