ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাই থানায় “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ”(কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর অন্তর্ভুক্ত মাদ্রাসা সমুহের শিক্ষকদের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের নির্বাহী সভাপতি, ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ এর সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতী আবু তাহের কাসেমী নদভী দা. বা. ।
বৃহস্পতিবার (৫ জুলাই) তৃতীয় দফায় নগদ অর্থ প্রদান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব ও “ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ’র অন্যতম সদস্য ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি একরাম হোসাইন ওয়াদুদী, জামিয়ার শিক্ষক মুফতি মনযুর সিদ্দিক, মাওলানা হাবিবুল্লাহ ও মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমী ও স্থানীয় আলেম-উলামাগন।
দিনব্যাপী মিরেশ্বরাই জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা, মোবারকগোনা মদিনাতুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা, হাবিলদারবাসা রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসা, মোহাম্মাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা, সীতাকুন্ড টেরিয়াল ইসলামিয়া মিসবাহুল মাদ্রাসাসহ আরও বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত আলেমদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।
ইসলামি ত্রাণ কমিটি বাংলাদেশের আজকের এই কার্যক্রমে স্থানীয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মকসুদ আহমদ, মোবারকগোনা মদিনাতুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা নুর আলম, হাবিলদার বাসা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল, মোহাম্মাদিয়া আজিজুর রহমান মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিনসহ আরো অনেক ওলামায়ে কেরাম।
হাবিলদারবাসা রশিদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইসমাইল সাহেব বলেন,”দীর্ঘ ছয় দিন পর্যন্ত আমরা পানিবন্দী অবস্থায় ছিলাম । বন্যায় মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্র শিক্ষকদের অনেক কিতাবাদী পানিতে ভেসে গেছে। গুরুত্বপূর্ণ ডকুমেন্টারিরও ক্ষয়ক্ষতি হয়েছে । দুর্যোগ পরবর্তী জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম এবং ইত্তাহাদের প্রতিনিধিরা “ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশে’র ব্যানারে মিরসরাইয়ের ক্ষতিগ্রস্ত আলেমদের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহপাক তাদের এই খেদমতকে কবুল করুন”।
উল্লেখ্য যে, ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশ ইতিপূর্বে প্রথম দফায় ফেনী জেলার দাগনভূঁঞা, শর্শদী, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে মুসলিম-অমুসলিম নির্বিশেষে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে এবং দ্বিতীয় দফায় খাগড়াছড়ি,ফটিকছড়ি, ভূজপুর উপজেলায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করে।