1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 8:30 am

নিখোঁজের ৪ দিনের মাথায় বাড়ি ফিরেছেন পটিয়ার স্কুল ছাত্রী মীম

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Monday, February 27, 2023
  • 246 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়ায় নিখোঁজ হওয়ার ৪ দিনের মাথায় বাড়ি ফিরেছেন স্কুল ছাত্রী সুলতানা ইসলাম মীম। গত ২৪ ফেব্রুয়ারী খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সুলতানা ইসলাম মীম (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বাড়ি থেকে শান্তির হাট বাজার হয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। নিখোঁজ মীম পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের মো. আইয়ুব খানের মেয়ে। সে কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নিখোঁজের মা কামরুন নাহার (৩৫) বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিখোঁজ সুলতানা ইসলাম মীম পটিয়ায় পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাড়ির সামনে থেকে সিএনজি করে রওনা দেয়। পরবর্তীতে খবর পাওয়া যায় সে অনুষ্ঠানে যায়নি। সম্ভাব্য সকল স্থানে খবরাখবর নেওয়ার পরও কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আজ দুপুর ১ টার দিকে সে বাড়িতে ফিরে আসে। নিখোঁজের মা কামরুন নাহার (৩৫) জানান, আমার মেয়ে একটি সিএনজি যোগে বাড়িতে ফিরে এসেছে। সে এতদিন কোথায় কিভাবে ছিল এখনো বিস্তারিত জানাইনি। তাকে অনেক মারধর করা হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। কারো সাথে কথা বলছে না। বর্তমানে সে বিশ্রামে আছে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV