1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 4:12 pm

পটিয়া সার্কেল অফিসারের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Saturday, March 25, 2023
  • 239 Time View

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান রাজশাহী জেলার সারদা পুলিশ একাডেমিতে বদলীর আদেশপ্রাপ্ত হয়েছেন। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্।

সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীগণ বিদায়ী অতিথির কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোকপাত ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ( পটিয়া সার্কেল অফিসার) মো. তারিক রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার হস্তান্তর করে বিদায় সম্ভাষণ জানান। বিদায়ী অতিথি তাকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান সহ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV