1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 3:28 am

পটিয়ার ধলঘাট ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Monday, April 17, 2023
  • 253 Time View

ডেস্ক রিপোর্ট : পটিয়ার ধলঘাট ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩০ মার্চ রাতে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোহাম্মদ খোরশেদুল আলমকে সভাপতি ও আমিরুল ইসলাম সায়েমকে সাধারণ সম্পাদক করা হয়। এতে ধ্রুব মিত্র, বখতিয়ার উদ্দিন ছোটন, তাকিরুল ইসলাম, মিঠু দাশ, আব্দুল কাদের জিকু, বিরাজ দে, বাবলু নাথ, কাজী হেলাল, মোঃ মহিব চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক সবুজ, আপন দে, আরাফাত হোসেন, রাহুল ঘোষ অন্তু ও ঝিনু আকতারকে সহ- সভাপতি করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়, ইমন চৌধুরী, ইমতিয়াজ হাসান চৌধুরী, নাজমা আকতার, আবিদ মোঃ মুসকিত, ফারহান নিশাদ, জাহেদ আলম, রাকিব হোসেন, রিপন দে, আরেফিন চৌধুরীকে। এছাড়াও নঈম উদ্দিন সজিব, মাহমুদুল হাসান সায়মন, ধ্রুব দে, শান্ত চক্রবর্তী, নয়ন নাথ, জুবাইরুল হোসেন রাহাত, আরিফুল হক আশিককে সাংগঠনিক সম্পাদক করে ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় ।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV