দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিচ্যুত অফিসারদের পুনর্বহাল এবং ন্যায্য বিচার দাবিতে চট্টগ্রামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্ম ‘চট্টগ্রাম নাগরিক ঐক্য মঞ্চ’ গঠন ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে পটিয়া পোস্ট অফিস এলাকাস্থ একটি সভাকক্ষে আয়োজিত এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিসবাহুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুজ্জামান সৌরভ। কমিটিতে বিভিন্ন সমাজ সচেতন ব্যক্তি ও প্রভাবশালী সদস্যরা রয়েছেন।
মঞ্চ জানায়, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত হাজারো কর্মকর্তা বিনা নোটিশ ও অবিচারের মাধ্যমে চাকরিচ্যুত হয়েছেন, যা মেনে নেওয়া যায় না। তাই এই অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলার জন্য ‘চট্টগ্রাম নাগরিক ঐক্য মঞ্চ’ গঠিত হয়েছে।
আহ্বায়ক মিসবাহুল ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক সংগঠন নই, বরং সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদ্দেশ্যে কাজ করছি।”
সদস্য সচিব আশরাফুজ্জামান সৌরভ বলেন, “অনেক চাকরিচ্যুত কর্মকর্তা দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের অবহেলা বরদাশত করা যায় না।”
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশের ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাবে।