1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 31, 2025, 1:32 pm

পটিয়ায় নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যাগে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Friday, September 16, 2022
  • 437 Time View

ডেস্ক রিপোর্টঃ পটিয়ায় নজীর আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৭০ টি ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.জুলকারনাইন চৌধুরী জীবনের অর্থায়নে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম। পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাফিস ইকবালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক খাইরুল বশর, নুর রশীদ সিদ্দিকী, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, ইউপি সদস্য খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার, আবুল কালাম, ইউনিয়ন যুবলীগ নেতা আরাফাত সানি, জামাল মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, মোঃ শাহেদ, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম ও প্রধান যোগাযোগ কর্মকর্তা আসিফ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে পটিয়া ব্রাদার্স ইউনিয়ন, আব্দুস সোবহান ফুটবল একাদশ, পটিয়া ফুটবল একাডেমি, আবাহনী ক্রীড়া চক্র এবং পটিয়া রিজেন্সি সহ ৭০ টি ক্রীড়া সংগঠনের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদক ও জুয়া মুক্ত আদর্শিক সমাজ বির্নিমাণে সকলকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV