1. [email protected] : [email protected] :
  2. [email protected] : patiyaprate :
August 30, 2025, 4:02 pm

পটিয়ার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ এম এ ওয়াদুদ, বীর প্রতীক সংবর্ধিতঃ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে

প্রতিনিধির নাম
  • প্রকাশ সময় : Sunday, January 8, 2023
  • 334 Time View

ডেস্ক রিপোর্ট: চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় পটিয়ার কৃতি সন্তান ও মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দীন এমএ ওয়াদুদ বীর প্রতীককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

৭ জানুযারি (শনিবার) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও গৌরবের ৩১ বছর পুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) এমএ ওয়াদুদকে সংবর্ধিত করা হয়৷ এতে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ কামরুজ্জামান, বিজিবির এমওম শফিউল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় মেলার চেয়ারম্যান লেফটেন্যান্ট এমএ ওয়াদুদ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷

সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি আলাউদ্দীন এমএ ওয়াদুদ বলেন, মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে এ দেশ কোনদিন স্বাধীন হতো না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আরো এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও দেশের মানুষের কল্যানের জন্য দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করে অন্যকে পড়তে সহযোগীতা করুন

আরো সংবাদ
© All rights reserved © 2019
Theme Customized By LiveTV